সীতাকুণ্ডে স্ত্রী খুনের পর পলাতক স্বামী মোবাইল টেকিং এর মাধ্যমে টাঙ্গাইল থেকে গ্রেফতার 
সীতাকুণ্ডে স্ত্রী খুনের পর পলাতক স্বামী মোবাইল টেকিং এর মাধ্যমে টাঙ্গাইল থেকে গ্রেফতার 

সীতাকুণ্ড প্রতিনিধি । ।

সীতাকুণ্ড মডেল থানা পুলিশ মোবাইল টেকিং এর মাধ্যমে সীতাকুণ্ডের গৃহবধূ হত্যা মামলার আসামী আবুজার গিফারীকে ১৯ দিন পর টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে ।

রবিবার সকালে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম আদালতে সোর্পাদ করা হয়েছে।

গত ৮ জুন মঙ্গলবার রাতের কোন এক সময় স্ত্রী সোনিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী পালিয়ে  যায়। সোনিয়া একই এলাকার জাহাজীওয়ালার বাড়ির সাবিউল হকের কন্যা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়া ডাঙা গ্রামের আবুজার গিফারী’র স্ত্রী।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, স্ত্রী সোনিয়াকে হত্যার ১৯ দিন পর স্বামী গিফারীকে মোবাইল টেকিং এর মাধ্যমে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে সীতাকুণ্ড থানায় নিয়ে এসে তাকে আদালতে সোর্পাদ করি।

মেজবাহ খালেদ/ এনই / সি আই ডি ।