তালাক দেয়ায় স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর, স্বামীও মৃত্যুর মুখে
তালাক দেয়ায় স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর, স্বামীও মৃত্যুর মুখে

সীতাকুণ্ড প্রতিনিধি । ।  

সীতাকুণ্ডে স্বামী ওমর শরীফের ছুরিকাঘাতে গুরুতর আহত স্ত্রী পেয়ারা বেগম (৩৫) মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসদরের মৌলভীপাড়ার বাসিন্দা আবুল বশরের মেয়ে পেয়ারা বেগমের সাথে ৮ বছর আগে বিয়ে হয় সন্দ্বীপের ওমর শরীফের। তাদের সংসারে ৬ ও ৪ বছর বয়সী দুটি মেয়েও আছে। ওমর শরীফ দীর্ঘদিন ধরে কর্মহীন। এ নিয়ে স্বামীর সাথে বারবার ঝগড়া হয় স্ত্রী পেয়ারার। ঝগড়ার জেরে গত ১৩ জুন পেয়ারা স্বামীকে ডিভোর্স লেটার পাঠান। কিন্তু স্বামী শরীফ এ ডিভোর্স মানেন না। তিনি স্ত্রীকে পুনরায় সংসার করার জন্য চাপ দিতে থাকেন। গত রবিবার সকালে শরীফ মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়ার ভাড়াবাসায় স্ত্রীর কাছে গিয়ে পুনরায় সংসার করার জন্য অনুরোধ জানান। কিন্তু পেয়ারা সংসার করবে না মর্মে স্পষ্ট জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে পিয়ারুর পেটে ছুরিকাঘাত করলে তার নাড়ি ভুড়ি বের হয়ে যায়। ভয় পেয়ে পালিয়ে যায় সে । পরে প্রতিবেশিরা পেয়ারুকে উদ্ধার করে চমেক হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে নিয়ে ভর্তি করেন। সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে পেয়ারা বেগম মারা যান।

অন্যদিকে স্ত্রীকে সংসারে ফেরাতে ব্যর্থ হওয়া এবং পিয়ারুর পেটে ছুরিকাঘাত কারণে মামলার কথা জেনে রবিবার রাতে নিজের পেটে নিজে ছুরিকাঘাত শেষে বিষপান করেন স্বামী ওমর শরীফও। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্বামীর ছুরিকাঘাতে হাসপাতালে চিকিৎসাধীন পেয়ারা বেগম সোমবার সকালে মারা গেছেন। স্বামী নিজেও এখন মৃত্যুর মুখে।

মেজবাহ খালেদ/ এনই / সি আই ডি ।