১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ চট্টগ্রামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)র উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
আজ সোমবার (২৮ জুন) বিকেলে সিএমপির কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই মো. মাসুদ রানাকে আটক করেছে র্যাব। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা হয়েছে। মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার মো. মাসুদ রানা কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এসআই হিসেবে কর্মরত আছেন।
থানা সূত্রে জানা যায়, রোববার (২৭ জুন) দুপুরে কর্ণফুলী থানার ভেল্লাপাড়া এলাকা ভেল্লাপাড়া চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব-৭। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই মো. মাসুদ রানাকে আটক করা হয়। রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে র্যাব-৭ এর ডিডি বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা করেন।
মেজবাহ খালেদ/ এনই / সি আই ডি ।