সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগে আজাদ হোসেন (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। গতকাল সোমবার রাতে সীতাকুণ্ড থানা পুলিশ আজাদ হোসেনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ওই কিশোরীর বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে আজাদ হোসেনকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি ধর্ষণ মামলা করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান , গত ১৩ জুন আজাদ হোসেন ওই স্কুলছাত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। স্কুলছাত্রীর বাবা আনোয়ার হোসেন থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা দায়েরের পর আজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আজ বিকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরন করা হয়।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;