নিউজ ডেস্ক । ।
সীতাকুণ্ডে বিধিনিষেধ অমান্য করে কমিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠান করায় ক্লাবের মালিক ও বরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেল ৩টার দিকে বারৈয়াঢালার টেরিয়াইল বাজারে রাখী কমিউনিটি সেন্টারে এই অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। এ সময় পুলিশ ও ম্যাজিস্ট্রেট দেখে ১০ মিনিটের মধ্যেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অতিথিরা।
ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, লকডাউনে বিয়ে, বিবাহোত্তর অনুষ্ঠানসহ সব ধরনের জমায়েত নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে রাখী কমিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে বুধবার বিকাল ৩টায় সেখানে অভিযান পরিচালনা করে রাখী কমিউনিটি সেন্টারের মালিক হোসেন আলী ভূঁইয়াকে ১০ হাজার টাকা ও বর সুজন চন্দ্র নাথকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শেষে সবাইকে কমিউনিটি সেন্টার ত্যাগ করার জন্য ১০ মিনিট সময় দেয়া হয়। এই সময়ের মধ্যে সংশ্লিষ্টরা কমিউনিটি সেন্টার ত্যাগ করে চলে যান।
তিনি আরও বলেন, এই লকডাউনে কোথাও এ ধরনের কোনো জমায়েত হতে দেব না। কোনো জমায়েতের খবর পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;