কয়েকদিনের টানা বর্ষণে সীতাকুণ্ডে ধসে পড়ল সুবিশাল পাহাড়। শুক্রবার (২ জুলাই) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সমাদ্দার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও, এসি ল্যান্ডসহ অন্যান্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের বিভিন্ন অংশে দেড় লাখ মানুষ বসবাস করে। এর মধ্যে জঙ্গলসলিমপুর ও ছিন্নমূল এলাকায় পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন করে বসবাস করেছেন এক লাখ মানুষ। প্রতিবছর বর্ষায় টানা বৃষ্টি শুরু হলেই এখানে বারবার পাহাড় ধসের ঘটনা ঘটতে থাকে। এতে বহু প্রাণহানির ঘটনাও ঘটেছে। পাহাড় ধস শুরু হয়েছে এবারও।
প্রতিবছর বর্ষার শুরুতেই জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে তাতে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।
সলিমপুর সমাদ্দার পাড়া এলাকার বাসিন্দা মো. সাইদুল বলেন, পাহাড়টির ঠিক পাশেই ছিলো কয়েকটি ঝুঁকিপূর্ণ বসতি। কিন্তু কোন প্রাণহানির ঘটনা ঘটে নি।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, সকাল ৮টায় সমাদ্দার পাড়ায় পাহাড় ধসের ঘটনার খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই। পাহাড়টি যেভাবে পড়েছে তাতে বড় ধরণের ঘটনা এড়ানো গেছে। সৌভাগ্যক্রমে পরিবারগুলো রক্ষা পেয়েছে।
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ বসতিগুলোকে সরে যাবার জন্য আগেই নির্দেশনা দেয়া হয়েছিলো। এখন আমরা আবারও সবাইকে নিরাপদ দূরত্বে চলে যাবার জন্য নির্দেশনা দিয়েছি।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;