নিউজ ডেস্ক । ।
সনাতন ধর্মাবলম্বী ৬০ বছরের বৃদ্ধা শুভ রাণী নাথ করোনা উপসর্গ নিয়ে মারা যান চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। এ সময় মহিলাটিকে সৎকারের জন্য ইসলাম ধর্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটির সহযোগিতা চায় পরিবার।
গাউছিয়া কমিটি চট্টগ্রামর সীতাকুন্ড উপজেলা শাখার টিম লিডার মামুনুর রশিদের নেতৃত্বে ছয় সদস্যের একটি দলের সহযোগিতায় মহিলার গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার বড়তাকিয়ার ১১ নং মগদাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাষ্টার পাড়ায় এলাকায় ধর্মীয় রীতিতে শুভা রাণীকে শ্মশানে দাহ করে তার পরিবার। এর আগে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বের করে চট্টগ্রামের পাঁচলাইশ গাউছিয়া কমিটি মহিলা টিম মৃত ব্যাক্তির গোসল ও কাপড় পরিধান করান ।
রবিবার দুপুরে গাউছিয়া কমিটি বাংলাদেশ ফ্রি এম্বুলেন্স সেবায় লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। এদিকে মৃত শুভ রাণী নাথকে তার এলাকায় সৎকারের জন্য নেওয়া হলে এলাকার কিছু সংখ্যক ব্যাক্তি তার মৃতদেহ বাড়িতে নিতে না দেওয়ায় দীর্ঘ প্রায় ২ ঘন্টা মৃত ব্যাক্তিকে রাস্তার পাশে এম্বুলেন্স রেখে স্বশানের কাজ শেষ করে দাহ করা হয়।
এসময় গাউছিয়া কমিটি টিমের উপস্থিত ছিলেন মোঃ নূরউদ্দিন, মোঃ আলী আকবর, মোঃ শাহাজান, মোঃ জিকু, মোঃ রেদোয়ান, মোঃ সাজিদসহ মিরসরাই উপজেলা গাউছিয়া কমিটি ও উপজেলার শ্মশান সংস্কার ও সৎকার কমিটি। শুভ রাণী নাথ সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ভাড়া বাসায় বসবাস করতেন।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;