সীতাকুণ্ড মডেল থানার দুই কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সম্পন্ন
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান

সীতাকুণ্ড কমিউনিটি পুলিশ কর্তৃক রবিবার (২ সেপ্টেম্বর) সীতাকুণ্ডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান ও ওসি (তদন্ত) মোজাম্মেল হকের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন হয়েছে।
পৌর মেয়র বদিউল আলমের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম.আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, সীতাকুণ্ড সার্কেল অতিরিক্ত এসপি শম্পা রানী সাহা, জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল চৌধুরী, জাতীয় পাটির কেন্দ্রীয় যুগ্নমহাসচিব দিদারুল কবির দিদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর সভাপতি লায়ন গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, সদস্য মোহাম্মদ রফিক, প্রিমিয়াম ট্রেড এর সত্বাধিকারী নুর উন নবী, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দিন রেহান, ছাদাকাত উল্লাহ মিয়াজী, তাজুল ইসলাম নিজামী, মোরশেদ হাসান চৌধুরী, মনির আহমেদ, নাজীম উদ্দিন, সালাউদ্দিন আজিজ, প্রেসক্লাবের সভাপতি এম.সেকান্দর হোসাইন, সাবেক সভাপতি স.ম ফোরকান আবু, সাধারন সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড অনলাইন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নুরুল কবির দুলাল , সাধাণ সম্পাদক এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ , সীতাকুণ্ড পৌর বাজার কমিটির সভাপতি নাছির উদ্দিন, সাধারন সম্পাদক বেলাল হোসেন, কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, ছাত্রলীগ সভাপতি ফারুক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী দুই পুলিশ কর্মকর্তাকে সীতাকুণ্ডের রাজনৈতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্নারক প্রদান করা হয়।

দীর্ঘ প্রায় পাঁচ বছরে দায়িত্ব পালনের পর মডেল থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব নেবেন বলে জানা গেছে।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মেজবান ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।