আনোয়ারার আহামদুর রহমান ১ বছর ধরে নিখোঁজ ।
আহামদুর রহমান

আনোয়ারায় খোর্দ্দ গহিরা(আমির মাঝির বাড়ী), ০৭ নং ওয়ার্ড, ০৩ নং রায়পুর ইউনিয়নের, মৃত আহাম্মদ মিয়া ছেলে আহামদুর রহমান (৫০) নামে এক ব্যক্তি এক বছর ধরে নিখোঁজ রয়েছেন। আজ সোমবার মোহাম্মদ হাসান (৪৬), পিতা-মৃত আবদুল ছলিম, সাং-পূব বরৈয়া (আবদুর রহমান সওদাগরের বাড়ী), ০৮নং ওয়ার্ড, ০৪নং বটতলী ইউনিয়ন, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম সাংবাদিকদের জানান, আহামদুর রহমান, আমার স্ত্রীর একমাত্র ভাই।

সেই মানসিক প্রতিবন্ধী। অনুমান ৩০বছর ধরে মানসিক রোগী। আমার শ্বশুর বতর্মানে মৃত, শ্বাশুরী বৃদ্ধা ও চলাচলে অক্ষম।
ইতিপূর্বে সে (আহামদুর রহমান) একাধিকবার অন্যত্র গিয়ে পুনরায় বাড়ীতে ফিরিয়া আসিত। এভাবে চলিতে থাকিয়া বিগত অনুমান এক বছর পূর্বে (আহামদুর রহমান) স্থানীয় বটতলী আসিত। শাহ মোহছেন আউলিয়া মাজারের উদ্দেশ্যে রওয়ানা হইয়া বাড়ীতে ফেরেনি। পূর্বের ন্যায় অল্প কিছুদিনের মধ্যে (আহামদুর রহমান)ফিরে আসার অপেক্ষায় থাকিলেও দীঘদিন ধরে ফিরে না আসায় উদ্বেগ-উৎকণ্ঠায় থাকিয়া সম্ভাব্য নিকটাত্মীয় সহ সকল স্থানে খোঁজাখুঁজি করিয়াও পাইনি।

নিখোঁজ (আহামদুর রহমান) এর শারীরিক উচ্চতা-৫ ফুট-২ ইঞ্চি, গায়ের রং- কালো। মাঝারী মানের শারীরিক গঠন।সে একজন মানসিক প্রতিবন্ধী, কথা বলিতে পারে এবং চট্টগামের আঞ্চলিক ভাষায় কথা বলে।

নিখোঁজ হওয়ার ব্যাপারে আনোয়ারা থানায় বিগত ১১/০৪/১৭ইং তারিখ নিখোঁজ ডায়েরী করি। ডায়রী নং-৪৮০। থানা সূত্রে জানা য়ায, বিগত -১১/০৪/১৭ইং তারিখ আহামদুর রহমান নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ব্যাপারে থানায় ডায়েরী করেন ,মোহাম্মদ হাসান (৪৬), পিতা-মৃত আবদুল ছলিম, সাং- পূব বরৈয়া (আবদুর রহমান সওদাগরের বাড়ী), ০৮নং ওয়ার্ড, ০৪নং বটতলী ইউনিয়ন, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তবে নিখোঁজ আহামদুর রহমানকে কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।এছাড়াও নিকটস্থ থানায় অথবা মোহাম্মদ হাসান (৪৬), পিতা-মৃত আবদুল ছলিম, সাং- পূব বরৈয়া (আবদুর রহমান সওদাগরের বাড়ী), ০৮নং ওয়ার্ড, ০৪নং বটতলী ইউনিয়ন, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম মোবাইল নং -০১৮৪৫০১৮১৬৫ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।