কর্ণফুলীতে করোনার ভ্যাকসিন গ্রহণে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বোধ জাগ্রত করা ও ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্প কর্মসূচি
-

জাহাঙ্গীর কাইয়ুম বিশেষ প্রতিনিধিঃ
“করোনাকে না করি ভয়, ভ্যাকসিন নিয়ে করি করোনাকে জয়” এই শ্লোগানকে সামনে রেখে কর্ণফুলীতে করোনার ভ্যাকসিন গ্রহণে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বোধ জাগ্রত করা ও ফ্রি রেজিষ্ট্রেশন ক্যাম্প কর্মসূচি সম্পন্ন হয়েছে।
 
জানা যায়,দক্ষিন শিকলবাহা হযরত ফকির মৌলানা আশরাফ আলী শাহ(রহঃ) স্মৃতি সংসদ এর উদ্যোগে গত কাল থেকে আজ পর্যন্ত করোনা ভ্যাকসিন ফ্রি রেজিষ্ট্রেশন ক্যম্প কর্মসূচিতে করোনার ভ্যাকসিন গ্রহণে রেজিষ্ট্রেশন করেছেন এলাকার ২০০ জন নারী-পুরুষ।
 
তৌছিফ আশরাফীর বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসীকে সুরক্ষার জন্য বিনামুল্যে করোনার ভ্যাকসিন প্রদান করছেন। সাধারণ মানুষের মধ্যে একটি ভয় ছিল যে, এই ভ্যাক্সিন গ্রহনে নানা বিধ সমস্যা হতে পারে। এই জন্য হযরত ফকির মৌলানা আশরাফ আলী শাহ(রহঃ) স্মৃতি সংসদ এর উদ্যোগে ফ্রী রেজিষ্ট্রেশন ক্যাম্পিং এর আয়োজন করা হয়। যেন মানুষ সচেতন হয় এবং করোনার ভ্যাক্সিন নিতে উৎসাহিত হয়। আমাদের কর্ণফুলীর মানুষ আগ্রহের সাথে নির্ভয়ে ভ্যাকসিন নিচ্ছে। আল্লাহর রহমতে যারা নিয়েছে তাদের তেমন করোনা পাশ্ব প্রতিক্রিয়া তৈরি হয়নি।
 
হযরত ফকির মৌলানা আশরাফ আলী শাহ ( রহঃ )  স্মৃতি  সংসদ  এর সংগঠনটি সাধারণ মানুষের কল্যাণে তাদের সকল কার্যক্রম অব্যাহত রেখেছেন সংগঠনটির একঝাঁক তরুন স্বেচ্ছাসেবক মানুষের কল্যাণে সর্বদা প্রস্তুত থাকবে বলে জানান সংগঠনের পরিচালকরা।