সাদ্দাম হোসেনঃ
সাতকানিয়া উপজেলায় তাঁতী লীগের ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের আহবায়ক মোঃ দিদারুল আলম ও সদস্য সচিব পরিমল দেব এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
সাতকানিয়ায় নতুন আহবায়ক কমিটিতে নির্বাচিত হয়েছেন মোঃ সোহরাব মিন্টু ও সদস্য সচিব মোঃ ডিনার। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, মোঃ নাসির উদ্দিন চৌধুরী, মোঃ মজিবুল হক,মোঃ আব্দুল আজিজ, মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু,মোঃ আবুল কালাম। সদস্য নির্বাচিত হয়েছেন, মুক্তারুল হক সেলিম, মোহাম্মদ শাহজাহান, কায়সার হামিদ আজাদ,মোঃ মহিউদ্দিন,ইখতিয়ার উদ্দিন তারেক খাঁন,মোঃ আব্বাস আহমদ, মোঃ রুবেল, মোঃ জামাল হোসেন।
আগামী ৯০ দিনের মধ্যে সাতকানিয়া উপজেলার তাঁতী লীগের পূর্ণাঙ্গ কমিটি তালিকা জেলার আহ্বায়ক সদস্য সচিব এর নিকট জমা দিয়ে অনুমোদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। অন্যথায় অত্র কমিটির সংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।