বাংলাদেশ হিন্দু মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার কমিটি অনুমোদন।
-

সাদ্দাম হোসেনঃ

বাংলাদেশ হিন্দু মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপঙ্কর শিকদার দীপু ও সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্রের যৌথ স্বাক্ষরে এই অনুমোদন দেওয়া হয়।

গত কাল বুধবার (৪ আগষ্ট’২১)কেন্দ্রীয় কমিটির স্মারক নাম্বার-বাহিপ/কেক/২০২১,তারিখ ৪/৮/২০২১ মূলে আংশিক অনুমোদিত এই কমিটিতে জয়া বল তপুকে সভাপতি ও রাজশ্রী মজুমদার চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন কেন্দ্রীয় কমিটি।

কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রিয়দর্শিনী প্রিয়াংকা ও শিল্পী চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক সুমি দে, অর্থ-সম্পাদক- রফি দাস, সাংগঠনিক সম্পাদক প্রিয়া ধর, সাংস্কৃতিক সম্পাদক-হ্যাপি সিংহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- দেবী রুদ্রা, দপ্তর সম্পাদক- স্নিগ্ধাময়ী সেঁজুতি এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক- মুক্তা চক্রবর্তী।

অনুমোদিত জেলা কমিটি শক্তিশালী করার লক্ষ্যে যথাসম্ভব দ্রুত সময়ে উপজেলা কমিটি সমূহ গঠনের আশাবাদ ব্যক্ত করেন কেন্দ্রীয় কমিটি।