সাদ্দাম হোসেনঃ
বরিশালের পুলিশ সুপার মো. মারুফ হোসেন ও তার একমাত্র মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। দুজনকেই রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. ইকবাল হোছাইন।
তিনি জানান, স্যারের বুকের সিটি স্ক্যানের রিপোর্টে দেখা গেছে, ফুসফুস কিছুটা আক্রান্ত হয়েছে। তবে গুরুতর কিছু নয়। সোমবার (০২ আগস্ট) স্যারের শরীরে জ্বর আসে, সঙ্গে গলা ব্যাথা ছিল। পরের দিন সপরিবারে করোনা পরীক্ষা করালে তিনি ও তার একমাত্র মেয়ের করোনা শনাক্ত হয়। এরপর চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে শনিবার (০৭ আগস্ট) বিকেলে ঢাকায় নিয়ে যান। ওইদিনই তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার বলেন, সড়কপথে অ্যাম্বুলেন্সযোগে স্যারকে ঢাকাতে নিয়ে গেছেন। তিনি বরিশালবাসীর কাছে দোয়া চেয়েছেন।