সীতাকুণ্ডে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত
সীতাকুণ্ডে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি । ।

 
আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ও বেদনার দিন। জাতীয় শোক দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী।
 
সীতাকুণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী 'জাতীয় শোক দিবস' বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আলোচনা সভা, খাদ্য বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন , চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ , উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন বিষয় ভিত্তিক আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় ।