আনোয়ারার বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান শিক্ষক বাতায়নের সেরা নেতৃত্বে
অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান। ছবি: সংগৃহীত

ডেস্ক নিউজ । ।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এটুআই কর্তৃক দেশের সর্ববৃহৎ ৫ লাখ ৮৫ হাজার ৬৩৫ জন শিক্ষক প্ল্যাটফর্ম 'শিক্ষক বাতায়ন' এর 'সেরা নেতৃত্ব' মনোনীত হয়েছেন ।

প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানদের মধ্যে থেকে তিনি এই মনোনয়ন পেলেন। তিনি

আবদুল হান্নান ৩ বার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষের খেতাব লাভ করেছেন। পাশাপাশি চট্টগ্রাম জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবেও মনোনীত হয়েছিলেন।

অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান জানান, ২০১১ সালে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর সরকারের নির্দেশনায় ডিজিটাল শিক্ষা (২০৪১) আইসিটি ও এসডিজি ৪ বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেন। এর ফলে মাদ্রাসাটি ২০১৬,২০১৭ ও ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে আনোয়ারা উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা এবং ২০১৯ সালে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি লাভ করে। পাশাপাশি তিনিও ২০১৬,২০১৭ এবং ২০১৯ সালে আনোয়ারা উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষের খেতাব লাভ করেন।

২০২০ সালের এপ্রিল মাসে এটুআই কর্তৃক চট্টগ্রাম জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন। আর ১৬ আগস্ট সোমবার সারা দেশের 'সেরা নেতৃত্ব' সম্মানে ভূষিত হন।

আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এটুআই কর্তৃক 'শিক্ষক বাতায়ন' কর্তৃপক্ষ ১৬ আগস্ট সোমবার সারা দেশের একজন 'সেরা নেতৃত্ব' মনোনীত করেছেন। আনোয়ারা উপজেলাধীন বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. আবদুল হান্নান এই মনোনয়ন পেয়েছেন। চলতি আগস্ট মাসে তিনি এ নেতৃত্বে থাকবেন। তিনি আরও বলেন, এটি একটি বড় সম্মান ও গৌরবের। শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এটুআই 'শিক্ষক বাতায়ন' কর্তৃপক্ষ প্রতি মাসে সারা দেশ থেকে একজন 'সেরা নেতৃত্ব' মনোনীত করে থাকে।

মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;