আজ ২৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের কার্য নির্বাহী পরিষদের এক সভা সংগঠনের কার্যকরী সভাপতি লায়ন মো.গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং আবদুল মোমেন জসীমের সঞ্চালনায় সোনালী ব্যাংক ভবন আগ্রাবাদ,চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ।
সভায় সর্বসন্মতি ক্রমে চট্টগ্রাম জেনারেল ম্যানেজার অফিসের এজিএম জান মুহাম্মদ সাইফুল্লাহ্কে সভাপতি,লালদীঘি কর্পোরেট শাখার এজিএম খালেদ রশিদকে সিনিয়র সহসভাপতি, আগ্রাবাদ কর্পোরেট শাখার এজিএম রানা অমিতাভ দাশগুপ্তকে সাধারণ সম্পাদক,আবদুল মোমেন জসীম,মোহাম্মদ আজগর আলী ও আরিফা আফরিনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার হাসান তারেককে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ(২০২১-২০২৩) নির্বাচিত করা হয় ।
অন্যান্য কর্মকর্তাবৃন্দ হলেন সহসভাপতিবৃন্দ উজ্জল কান্তি নাথ,খোরশেদুল আলম,মলকুতুর রহমান,সুচন্দা চৌধুরী,একেএম আহসান আরিফ, ,অর্থ সম্পাদক সুমন কুমার নাথ,দপ্তর সম্পাদক মো আসাদ সিদ্দিকী,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসনাত মো.আবদুল্লাহ,মহিলা সম্পাদিকা শিপ্রা রাণী মজুমদার ,সাংস্কৃতিক সম্পাদক অর্পিতা বড়ুয়া,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো.তাসনিম,সমাজ কল্যান সম্পাদক জুয়েল পান্হ,ক্রীড়া সম্পাদক রাজীব রায় চৌধুরী,তথ্য,প্রযুক্তিও গবেষণা সম্পাদক মোস্তফা নাজমুল কাউসার,আপ্যায়ন সম্পাদক মো.জিয়া উদ্দিন চৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক রণি দাশ, সহমহিলা সম্পাদিকা আখি বড়ুয়া। সদস্যবৃন্দ এবিএম খালেদুজ্জামান, মো.সাইফুর রহমান, মো.আসাদ, সত্যপ্রিয় বড়ুয়া, মো.তাজুল ইসলাম,মাহবুবুল হক, রাজন কান্তি দাশ, মিন্টু রাম দাশ,শুভাশীষ ঘোষ,সুভাষ চৌধুরী,ইসমাইল খান চৌধুরী,সঞ্জীব দে,এস.এম শওকত হোসেন, মো. মনিরুল ইসলাম,মো. সজ্জাদুল ইসলাম শিবলু, আশেক হোসেন চৌধুরী, যাদব চন্দ্র দাশ,রায়হানুল ইসলাম চৌধুরী, সজ্জাদ হোসাইন,শেখ মেহেদী রেজা, শম্ভু পদ চৌধুরী,মো.ইউনুচ,মো.আবদুস ছোবহান,কাজী গোলাম মোস্তফা,আবু সাঈদ মো.ফজলুল কবির, আবু জাহেদ,মো.শরীফ উদ্দিন, মো.নুর উদ্দিন মিয়া,মো.হুমায়ন কবির রিপন,জুয়েল রানা আবদুল কাদের,মো.নুরুল ইসলাম,মো.সোলাইমান,আবদুল মালেক,আবুল কালাম আজাদ,কবির হোসেন , মো.মোস্তফা।