সীতাকুণ্ড প্রতিনিধি । ।
সীতাকুণ্ডের সমুদ্র উপকূল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
রবিবার (২৯ শে আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট সমুদ্র পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মুস্তাকিম আরজু জানান, সমুদ্র উপকূলে অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাকে জানালে বিষয়টি আমি সীতাকুণ্ড মডেল থানায় জানালে রাতে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে লাশটি ৪/৫ দিন আগের। পঁচে যাওয়ার ফলে চেহারা বোঝা যাচ্ছে না। লাশের পরনে হলুদ-কালো ডোরাকাটা টি-শার্ট ও হাফপ্যান্ট ছিল।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;