সীতাকুণ্ড প্রতিনিধি । ।
টানা বর্ষণে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের ছোঁয়াখালি ঘাটঘর সড়কের অধিকাংশ জায়গাজুড়ে ছোট, বড় গর্তের সৃষ্টি হয় এবং ভেঙ্গে পড়ে সড়কের মাঝখানে পানি প্রবাহের জন্য করা কালভার্টটি। কালভার্ডটি ভেঙে পড়ার ফলে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন এ সড়কের উপর নির্ভরশীল প্রায় দশ হাজার বাসিন্দা। বিকল্প কোনো রাস্তা না থাকায় এলাকাবাসীকে ভাঙ্গা কালভার্টের নিচের কাদাপানি পেরিয়েই চলাচল করতে হতো। সড়কটির বেহাল দশায় এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ পড়ে ।
বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুমের দৃষ্টিগোচর হলে তিনি এলাকাবাসীর কষ্ট লাঘবে মানবিক বিবেক বোধ থকে নিজস্ব অর্থায়নে ২০ যুবকের স্বেচ্ছাশ্রমে সড়ক ও কালভার্ট সংস্কারের দায়িত্ব কাঁধে তুলে নেন এবং দ্রুততার সাথে রাতে এই সংস্কার কার্যক্রম শেষ করেনে ।
এ বিষয়ে কথা হয় ইউপি সদস্য আলমগীর হোসেন মাসু্মের সাথে। তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ এ সড়কটিতে ছোট, বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলে এলাকাবাসীকে দুর্ভোগে পড়তে হয়েছে। কিন্তু সপ্তাহখানেক আগে সড়কের সংযোগ কালভার্টটি ভেঙে যাওয়ায় এ সড়কটিতে যানবাহন চলাচল একবাবের বন্ধ হয়ে যায়। এতে চলাচলে চরম বিপাকে পড়েন স্থানীয়রা। সড়কের বেহাল অবস্থা দেখে সরকারী বরাদ্দের আশায় বসে না থেকে নিজস্ব অর্থায়নে গত বুধবার থেকে শুরু কাজ শুরু করি। যা গতকাল শুক্রবার শেষ হয়।
তিনি আরও বলেন, সড়কের সংস্কার কাজ শুরুর পর স্থানীয় মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ রাহাত, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ শিপু, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ মামুন, মোহাম্মদ সাকিল ও মোহাম্মদ সজলসহ প্রায় ২০জন যুবক স্বেচ্ছাশ্রমে সড়ক ও কালভার্ট সংস্কার কাজে অংশগ্রহন করেন। তাঁদের আন্তরিক প্রচেষ্টার কারনে আমার এ উদ্যোগ সফল হয়েছে। কংক্রিট ও বালি দিয়ে রাস্তার গর্ত ভরাটের পাশাপাশি ডাবল রড দিয়ে কালভার্টটি স্থায়ীভাবে ঢালাই করা হয়েছে।
স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া যুবক মামুনুর রশিদ মামুন জানান, সরকারি অনুদান বা কারও অপেক্ষায় না থেকে ইউপি সদস্য নিজ উদ্যোগে রাস্তাটির সংস্কার কাজ করেছেন। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে তাঁর ব্যাতিক্রমি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা প্রায় ২০জন যুবক স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার কাজে অংশগ্রহন করেছি।
মেজবাহ খলেদ / এন ই/ সি আই ডি ;