বিজেএমসি নিয়ন্ত্রনাধীন সীতাকুণ্ড উপজেলার হাফিজ জুট মিল সিবিএ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত শ্রমিকলীগের তাহের- মাহবুব পরিষদ কলের চাকা প্রতীকে নির্বাচন করে ৪৮৪ ভোটের বিশাল ব্যবধানে প্রতিপক্ষ শ্রমিক দলের আনারস প্রতীকের দেলোয়ার- রবিউল পরিষদকে হারিয়ে জয় লাভ করে।
আজ ১৬ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত তিন দলের অংশগ্রহনে অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় শ্রমিক লীগ ৯৯১, শ্রমিক দল ৫০৭ ও শ্রমিক ফেডারেশন ৩০৬ ভোট পায়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১৮৬৫ জন। নির্বাচন পরিচালনা করেন শ্রম অধিদপ্তর বিভাগ ও হাফিজ জুট মিল প্রশাসন
।