সীতাকুণ্ড প্রতিনিধি। ।
সীতাকুণ্ডে আলোচিত কুরবান আলী সোহেল হত্যা মামলার আসামি মো. জসিমকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার কোট্টাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম সীতাকুণ্ডের পশ্চিম মুরাদপুর এলাকার আবদু রহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মেডিয়া) মো. নুরুল আবছা জানান, ওই হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে চারদিকে তোলপাড় শুরু হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ওই হত্যাকাণ্ডে জড়িত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানায়, গ্রেপ্তার এড়াতে সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে সীতাকুণ্ডে একটি জুতার ফ্যাক্টরিতে কাজ করতো সে। ফ্যাক্টরির পাশেই একটি বাসাও ভাড়া নিয়েছে সে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় দুটি মামলা রয়েছে।
জানা গেছে, গত ১৮ মে রাত ৯টায় বাইক চালিয়ে যাওয়ার পথে সীতাকুণ্ড উপজেলা গেটের সামনে কুরবান আলী সোহেলের পথ গতিরোধ করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন তার পিতা মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে ১২ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;