নিজস্ব প্রতিবেদক । ।
আকবরশাহে সংঘবদ্ধ চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি কিরিচ, দুটি ছোরা, দুটি হাতুড়ি ও একটি রশি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টায় মীর আউলিয়া মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আশ্রাফ আলী প্রকাশ আসিফ (৫২), মো. কামাল (৩২), মো. জামাল (৩৫), মো. নুর নবী (৩০), মো. ইমরান হোসেন (২৭), মো. কবির (৩৮), মো. শাহীন (২৮) ও মো. নবী (২৬)।
বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ চোরদলের সদস্য। নগরীর বিভিন্ন এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে দোকানের শার্টার ভেঙে মালামাল নিয়ে যায় তারা। এ সময় ১০-১২ জন আশেপাশে খেয়াল রাখে। তারা কোন প্রকার বাঁধার সম্মুখীন হলে অস্ত্র ব্যবহার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলায় রয়েছে। আজ (বুধবার) তাদের আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন দুপুরে ডিটি রোডের কর্নেলহাট প্রশান্তি আবাসিক গেট এলাকার একটি দোকানের শার্টার ভেঙে নগদ ৩৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আকবরশাহ থানায় একটি মামলা হয়। পরদিন দুপুর দেড়টায় অভিযান চালিয়ে মো. কামাল হোসেন (৩০), মো. আল আমিন প্রকাশ সুমন (১৯) ও মো. আবছার হোসেন (২৪) নামের তিনজনকে আটক করা হয়।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;