নিউজ ডেস্ক । ।
সীতাকুণ্ড গ্রামিন এলাকা মিরেরহাট, মুরাদপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সেবা কার্যক্রম এজেন্ট ব্যাংকিং শুরু হয়েছে এজেন্ট ব্যাংকিং সেবা এবং আর কয়েক দিনের মধ্যে কুমিরা সুলতানা মন্দির জিপিএইচ গেইট এজেন্ট ও ছোটদারোগারহাট এজেন্ট ব্যাংকি সেবা পাবে এলাকাবাসী।
আজ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল১১টায় ইসলামী ব্যাংক সীতাকুণ্ড শাখায় কুমিরা সোলতানা মন্দির জিপিএইচ গেইটস্থ আল আরব এন্টারপ্রাইজ এর সাথে এজেন্ট ব্যাংকিং এর চুক্তি স্বাক্ষরিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক চট্টগ্রাম উত্তর জোন এর জেনাল হেড এস ইভিপি মোঃ নাইয়ার আজম,সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক এর এভিপি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ম্যানেজার অপারেশন সাইদুর রহমান, এফ এ ভিপি মোঃ মহিউদ্দিন, আল আরব এন্টারপ্রাইজ এর পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা,মোঃ খুরশেদ আলম।
ম্যানেজার অপারেশন মোঃ সাইদুর রহমান জানান সীতাকুণ্ড শাখা ৪টি এজেন্ট ব্যাংক চালু করেছে। আজ আরও ২টির চুক্তি হয়েছে। দুপুরে ছোটদারোগারহাট মোশাররফ এন্টারপ্রাইজ এর সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। আশাকরি আগামী সপ্তাহে জিপিএইচ গেইট ও ছোটদারোগারহাট এজেন্ট ব্যাংক ২টি উদ্বোধন হবে।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;