সীতাকুণ্ড প্রতিনিধি । ।
ট্রাকে ইটের নিচে কাঠ বিছিয়ে পাচারকালে সীতাকুণ্ডে একটি ট্রাক ও ১৭০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শীতলপুর এলাকা থেকে ট্রাক ও কাঠগুলো জব্দ করে ফৌজদারহাট বিট ও চেক স্টেশনের কর্মকর্তারা।
জানা যায়, বুধবার গভীর রাতে একটি ট্রাকে অভিনব কায়দায় ইটের নিচে কাঠ লুকিয়ে পাচার করার সংবাদ পায় ফৌজদারহাট বিট ও চেক স্টেশন। পরে বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে ফৌজদারহাট বিট ও চেক স্টেশনের কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদের নেতৃত্বে একটি টহল দল ট্রাকটিকে ধাওয়া করে।
একপর্যায়ে শীতলপুর এলাকায় চালক ও পাচারকারীরা গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে পালিয়ে যায়। পরে বিট কর্মকর্তারা গাড়িসহ কাঠগুলো জব্দ করে। জব্দ ওই গাড়ি থেকে (চট্টমেট্রো-ট–১১-৫৫৫৬) প্রায় ১৭০ ঘনফুট অবৈধ সেগুন ও গামারি কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।
এ বিষয়ে ফৌজদারহাট বিট স্টেশন কর্মকর্তা মোঃ শাহান শাহ নওশাদ বলেন, সড়কে বন বিভাগের নজরদারি বাড়ানো হয়েছে। ফলে পাচারকারীরা কৌশল পাল্টিয়ে ইট পরিবহনের আড়ালে কাঠ পাচার করছিল। এ অভিযানে সেগুন ও গামারি কাঠ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;