সীতাকুন্ডের প্রশিক্ষণপ্রাপ্ত ১৮ জন সাংবাদিকের হাতে বনপা’র সনদ বিতরণ
বনফা আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণকারীদের একাংশ

বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়েশন ( বনপা) উদ্যোগে চট্টগ্রামে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সীতাকুণ্ড অঞ্চলের সাংবাদিকদের হাতে সনদপত্র প্রদান অনুষ্ঠান গত ১৪সেপ্টেম্বর ফৌজদার হাটস্থ রেডচিকেন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়েশন ( বনপা) অনুমোদনে সীতাকুণ্ড অনলাইন প্রেসক্লাব আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনপা কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ,অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব সভাপতি দৈনিক সকালের বার্তা ‘র প্রকাশক ও সম্পাদক , দোয়েল টিভি’র সত্ত্বাধিকারী রোটাঃ গোলাম আকবর চৌধুরী ।
সীতাকুণ্ড অনলাইন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নুরুল কবির দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ বেতার ও টিভি শিল্পী কল্যাণ সমিতির সভাপতি কাইসারুল আলম , বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম – সম্পাদক এস এম গোলাম খালেক , সলিমপুর আওয়ামীলীগের আহ্ বায়ক মাহবুবুল আলম মেম্বার , যুগ্ম – আহ্ বায়ক মোহাম্মদ আমজাদ হোসেন , আবুল আব্বাস , শেখ জামালের ক্রিকেট কোচার ফিরোজ খান, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসরাফুদ্দৌলা রহমান,সলিমপুর ইউনিয়ন তাঁতী লীগের সদস্য সচিব জিয়াউদ্দীন জিয়া , জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার এর চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোহাম্মদ আজিজ , সিআইডি ওয়ার্ল্ড টিভি'র সত্ত্বাধিকারী মোঃ সাদ্দাম হোসেন ।
সীতাকুণ্ড অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ খালেদ মেজবাহ উদ্দীনের সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন , সহ সভাপতি সাইফুদ্দীন খালেদ , অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন , সমাজ কল্যাণ সম্পাদক ইউছুফ আলী লিটন , আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মিজান ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আরিফ উদ্দীন , রকিবুল ইসলাম , মোরসেদ , শওকত প্রমুখ ।
প্রধান অতিথি বনপা কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বলেন ,সীতাকুণ্ড অনলাইন প্রেসক্লাব বাংলাদেশের একটি রোল মডেল । এই অনলাইন প্রেসক্লাবের আদলে সবাই এগিয়ে আসছে অনলাইন প্রেসক্লাব করার জন্যে ।
সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত সীতাকুণ্ড অনলাইন প্রেসক্লাবের ১৭ জন সাংবাদিকের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি , উদ্বোধক এবং উপস্থিত অতিথিবৃন্দ ।
এখানে উল্লেখ্য যে, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র উদ্যোগে গত ২৭ এপ্রিল’১৮ চট্টগ্রামের একটি হোটেলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সীতাকুণ্ড উপজেলার ২২জন সাংবাদিক সফলতার সহিত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন । তৎমধ্যে সীতাকুণ্ড অনলাইন প্রেসক্লাবের ১৭ জন , সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের ০১ জন , অন্যান্য ৪ ।
চট্টগ্রামে কর্মরত বিভিন্ন অনলাইন টিভি ও পত্রিকার শতাধিক সাংবাদিক উক্ত কর্মশালায় অংশ নেন। উক্ত সাংবাদিক কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার অনলাইনে সাংবাদিকদের নীতি-নৈতিকতার উপর গুরুত্বপূর্ণ ক্লাশ পরিচালনা করেন ।
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টম্যান্ট অব মিডিয়া এন্ড কমিউনিকেশন এর শিক্ষক মো: মাহমুদ হাসান কায়েস অনুসন্ধান প্রতিবেদন লিখন, সম্পাদকীয়, ফিচার লেখার কলাকৌশল, অপরাধ বিষয়ক রিপোর্টিং, তথ্য সংগ্রহের কৌশল ও সাংবাদিকতার সামগ্রিক দিক নিয়ে বিশদভাবে একটি ক্লাশ পরিচালনা করেন।
এ ছাড়াও সাংবাদিকতা, অনলাইন পোর্টাল পরিচালনা, পাঠক সংখ্যা বৃদ্ধি সহ নানা কলা-কৌশল নিয়ে আলোচনা করেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা ‘র কেন্দ্রীয় প্রশিক্ষন বিভাগের প্রধান ও চট্টগ্রামে অনুষ্ঠিত সাংবাদিক প্রশিক্ষন কর্মশালার প্রধান সমন্বয়কারী হাসানুর রহমান খান বকুল (১ম শ্রেনী, এমএসএস, সাংবাদিকতা বিভাগ, রাবি), আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিঃ বিভাগের শিক্ষক ইঞ্জি. ইফতেখার আলম, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিঃ বিভাগের ছাত্রী ইঞ্জি. আকিফার ইসলাম।
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াকুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাংবাদিক প্রশিক্ষন কর্মশালায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বনপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রযুক্তিবিদ রোকমনুরজামান রণি, সমাজকল্যান সম্পাদক ফখরুল ইসলাম পরাগ, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলাম আকবর চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাহিদ।
দিনব্যাপি অনুষ্ঠিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন আশরাফ।
সনদপ্রাপ্ত সাংবাদিকরা হলেন , মোহাম্মদ নুরুল কবির দুলাল, এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ , মোহাম্মদ রেজাউল করিম , মোহাম্মদ দিদারুল আলম , শেখ মুজিবুর রহমান চৌধুরী বাবুল , মোঃ সালাউদ্দীন , শেখ মোহাম্মদ সাইফুদ্দীন খালেদ , ইউসুফ আলি লিটন , মোহাম্মদ আলাউদ্দীন , মোহাম্মদ সাদ্দাম হোসেন , নয়ন কান্তি দাশ , শামীম আহম্মেদ ,নাঈম উদ্দীন ফরহাদ , মোহাম্মদ ইকবাল হোসাইন , মোহাম্মদ শওকত হোসেন ।