নিউজ ডেস্ক । ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে রেললাইনের পাশ থেকে উপুড় হয়ে পড়ে থাকা একটি মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জহিরুল ইসলাম।
রেললাইনের পাশে পড়ে থাকা ব্যক্তির নাম হুমায়ুন কবির (৪৮)। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জহিরুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পাশে কাপড়সহ ব্যাগ এবং দুইটি পরিচয়পত্র পাওয়া গেছে। একটিতে লেখা আছে, তিনি চরকা টেক্সটাইল লিমিটেড নামের একটি কোম্পানির কর্মী। অন্যটিতে কাঁচপুরের এসকয়ার ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কর্মী হিসেবে পরিচিতি উল্লেখ করা হয়েছে।
স্থানীয় লোকজনের ধারণা, ট্রেন থেকে ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতে পারে। তিনি রেললাইনের পাশে জঙ্গলে উপুড় হয়ে পড়েছিলেন। পাশে পড়েছিল তার ব্যাগ। শার্ট খোলা অবস্থায় কোমরে প্যাঁচানো ছিল।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তৌহিদ জানান, ঘটনাটি রেলওয়ের অধীনে হওয়ায় ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;