সীতাকুণ্ড মুরাদপুর উন্নয়ন সোসাইটির উদ্যোগে অর্ধসহস্র তালগাছের চারা রোপন 
মুরাদপুর উন্নয়ন সোসাইটির উদ্যোগে অর্ধসহস্র তালগাছের চারা রোপন 

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড, চট্রগ্রাম। ।

বিলুপ্তপ্রায় তালগাছ সহ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছে মুরাদপুর উন্নয়ন সোসাইটি-মউস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুরগ্রামে শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তাদের এই বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী।

অনুষ্ঠানে মুরাদপুর ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী পরিবেশ রক্ষা ও বিলুপ্তপ্রজাতীর বৃক্ষরোপনের মতো কর্মসূচির জন্য মউসকে ধন্যবাদ জানান।

তিনি এলাকার জনহিতকর কাজে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন। মুরাদপুরকে পরিকল্পিত সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় এখন থেকে বছরব্যাপী এই বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানানো হয় অনুষ্ঠানে। মউস এর পলিসি নির্ধারণ কমিটির সদস্য আবু জাফর ভূইয়া বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। তাই বিলুপ্তপ্রায় তাল গাছের চারা রোপনের মধ্যদিয়ে মউস বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করেছে।

আগামীতে নিজস্ব নার্সারিতে ফলজ, বনজ, ঔষধিসহ সৌন্দর্যবর্ধনকারী গাছ রোপনের পরিকল্পনাও নিয়েছে মউস। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মউস এর পলিসি নির্ধারণ কমিটির সদস্য, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড-এর অবসরপ্রাপ্ত জিএম (অর্থ) আবু জাফর ভূইয়া, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কাজী আশরাফুজ্জামান খসরু, বর্ণালী ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মছিউদ্দৌলা, বিশিস্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতা নাজমুল বারী পিন্টু, সাংবাদিক আবুল হাসনাত, ব্যবসায়ী ও তরুণ সমাজকর্মী আশেক এলাহী নিজামী বক্তব্য রাখেন।

তরুণ সমাজকর্মী ও মউস এর ভলান্টিয়ার সদরুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আশুতোষ দাস, সমাজকর্মী এস এম তোফায়েল উদ্দিন, মো: সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, মো: সাইফুল ইসলাম, ছলিমউল্লাহ, জয়নাল আবেদীনসহ বিপুল সংখ্যক তরুণ স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

৬ সেপ্টেম্বর উদ্বোধনের পর মুরাদপুর শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা সড়ক (মুরাদপুর-দোয়াজীপাড়া) ও ফকিরহাট থেকে উপকূলীয় ভেড়ীবাঁধ পর্যন্ত সড়কের দুই পাশে গাছের চারা রোপন করা হয়। এর মধ্যে ৫৫০টি তালগাছের চারা, ৫০০টি বিভিন্ন ধরণের ফলজ, বনজ ও ঔষধি সহ সহস্রাধিক গাছের চারা রয়েছে। সুউচ্চ চন্দ্রনাথ পাহাড় ও সন্দ্বীপ চ্যানেলের মাঝখানে সবুজ মাঠ আর গাছ গাছালীতে ভরা ১৫ টি গ্রাম নিয়ে গঠিত মুরাদপুর ইউনিয়ন। এই ইউনিয়নের সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশকে আরো সুন্দর, সুশোভিত করার প্রত্যয়ে বিলুপ্তপ্রায়বৃক্ষ ছাড়াও ঔষধি, ফলজ গাছ লাগানোর এই উদ্যোগ মুরাদপুর উন্নয়ন সোসাইটি-মউস এর।

প্রবাস থেকে পুরো কর্মসূচির সমন্বয় করেন, মউস এর পলিসি নির্ধারণ কমিটির সদস্য আখতারুন্নবী শাহীন। বৃক্ষরোপন কর্মসূচিতে সহযোগিতা করে এস এস সি ৯৫ ব্যাচ, তারুণ্যের আলো ফাউন্ডেশন, ইলিয়াছ খাঁন ভূইয়া বাড়ী একতা সংঘসহ কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যরা।

মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;