সৎ মায়ের গরম খুন্তির আঘাতে শিশু শাহীন মনি'র শরীর জর্জরিত
সৎ মায়ের গরম খুন্তির আঘাতে শিশু শাহীন মনি'র শরীর জর্জরিত

ফটিকছড়ি প্রতিনিধি । ।   

শনিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে শাহীন মনি (৩) নামে এক শিশুকে গরম খুন্তি দিয়ে সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে সৎ মা নিগার সুলতানা বৃষ্টি (২৪)।

পৌরসভার উত্তর রাঙামাটিয়া আবদুর রহমান টেন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত শিশুর বাবা মোঃ করিম বাদী হয়ে রবিবার থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাতে শিশু শাহীন মনিকে গরম খুন্তি দিয়ে ক্ষত বিক্ষত করে দেয়ার পর তাদের ঘরে বাইরে থেকে যেন কেউ প্রবেশ করতে না পারে সে জন্য তালাবদ্ধ করে দেয়া হয়। পরে সন্ধ্যায় শাহীন মনি ঘর থেকে বের হলে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দেখে থানা পুলিশকে জানালে এস আই জিয়াউল হক জিয়া ও এ এস আই মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে সৎ মা নিগার সুলতানা বৃষ্টিকে আটক করে থানায় নিয়ে যান। এদিকে আহত শাহিন মনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার উপ পরিদর্শন মো. জিয়াউল হক বলেন, তিন বছরের শিশু কন্যাটিকে নির্যাতনের অভিযোগে তার বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলার আসামিকে হাজতে পাঠানো হয়েছে। আর শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।