নিউজ ডেস্ক । ।
সীতাকুণ্ডের সলিমপুর সাগর উপকূল থেকে ১৯ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে জনপ্রতিনিধিরা। আটক রোহিঙ্গাদের মধ্যে ৮ জন পুরুষ, ৪ জন নারী ও ৭ জন শিশু।
বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলার উত্তর সলিমপুরের আব্দুল্লাঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ জহিরুল ইসলাম।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১২টার দিকে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা সলিমপুর ইউনিয়নের আব্দুল্লাঘাটা এলাকা দিয়ে উপকূলে ওঠার চেষ্টা করলে এলাকাবাসী ইউপি বিষয়টি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজকে জানালে তিনি ঘটনাস্থলে যায়। এ সময় নৌকা নিয়ে ৩/৪ জন পালিয়ে গেলেও ১৯ জনকে আটক করা হয়।
চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ জানান, ভাসানচর থেকে নৌকাযোগে রোহিঙ্গাদের উত্তর সলিমপুর এলাকার সাগরপাড়ে নামিয়ে দিয়ে চলে যায় দালালরা। পরে দুপুর ১২টার দিকে আমরা ১৯ জন রোহিঙ্গাকে আটক করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছি।
এব্যাপারে সীতাকুণ্ড নির্বাহী কর্মকর্তা মোঃ শাহদাৎ হোসেন জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভাসানচর আশ্রয়ন প্রকল্প থেকে নদী পথে নৌকা যোগে পালিয়ে এসেছে, চট্রগ্রাম কোথাও আশ্রয় নেযার উদ্দেশ্য ছিল তাদের।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানায়, সলিমপুর চেয়ারম্যানের ফোনে জানতে পারি রোহিঙ্গা আটক হয়েছে, তাৎক্ষানিক ঘটনাস্হলে পুলিশ গেছেন এবং প্রশাসনিক সিদ্ধান্তে ব্যবস্হা নেয়া হবে।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;