সীতাকুণ্ডের ভাটেরখীল, অন্তরখালী, গুলিয়াখালী, সৈয়দপুর, বাকখালীসহ বিভিন্ন জায়গায় নতুন চারা গাছ লাগিয়ে মাউন্ট বাগান করেছে উপকূলীয় বন বিভাগ। এর মধ্যে ভাটেরখীল, অন্তরখালী বিটেই লগানো হয়েছে ২২ হাজারো বেশী চারা গাছ। গত দুই দিনের প্রবল জোয়ারের পানির ধাক্কায় ভেসে গেছে মাউন্ট বাগানের প্রায় ৫ থেকে ৬ হাজার চারা গাছ। এসব চারা গাছ ২-৩ মিটার উচ্চতায় পৌঁছালেও এখন পড়েছে ধ্বসের কবলে। ফলে নতুন সৃজিত বন টেকানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। পানিতে বিলুপ্ত হয়ে কমে আসছে বাগানের পরিমাণ।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মধ্যম ভাটেরখীল, ভাটেরখীল ঘাটঘর, অন্তরখালী এলাকার ৩ টি ব্লকের গাছ উপড়ে গেছে। গাছের গোড়ার মাটি সরে গিয়ে নিস্প্রাণ হয়েছে প্রায় ৫ থেকে ৬ হাজার চারা গাছ। প্রবল জোয়ারের পানিতে আরো অনেক চারা গাছ বিলুপ্ত হওয়ার আশংকা সৃষ্টি হয়েছে।
বন বিভাগের তথ্য মতে, আগষ্ট মাসে শুধু ভাটেরখীল বিটেই ১৫ হেক্টর এলাকায় লাগানো হয়েছে করচমচা, আকাশমনি, ঝাউ, জাম, জারুল, কড়ই ও গেওয়া জাতের ২২ হাজার চারা গাছ।
এ বিষয়ে বন বিভাগের ভাটেরখীল বিটের বিট কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নিয়মিত পরিচর্যা করা হলেও স্থানীয় কৃষকদের গবাদিপশু চরানোর ফলে বাগান নষ্ট হচ্ছে। তবে এবার প্রবল জোয়ারের ধাক্কায় বাগানের ২০ শতাংশ নষ্ট হয়েছে। সামনে আরোও বড় জোয়ারের আশংকা থাকায় চারা গাছ টিকিয়ে রাখা কঠিন হবে।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;