মহাসড়কে তিন চাকার গাড়ি চলবেনা --- সহঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলার হিউম্যান মালিক,শ্রমিক, ঐক্য পরিষদের সমন্বয়ে শীর্ষক আলোচনা সভা

। । নিউজ ডেস্ক । ।

মহাসড়কে তিন চাকার গাড়ি চলতে পারবে না,গাড়ি দেখলেই তার্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ,সহঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অনুষ্ঠিত চট্টগ্য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মোঃ ফরহাদ হোসেন,সহঃ পুরাম জেলার হিউম্যান মালিক,শ্রমিক, ঐক্য পরিষদের সমন্বয়ে শীর্ষক আলোচনা সভালিশ সুপার,হাইওয়ে পুলিশ চট্টগ্রাম জোন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মহাসড়কে তিন চাকা সকল ধরনে গাড়ি চলতে পারবে না। মহাসড়কে তিন চাকার গাড়ি দেখলেই তার্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, টমটম ও থ্রি হুইলার জাতীয় যানবাহন চলাচল বন্ধ থাকলেও কিছু থ্রি হুইলার নির্দেশ অমান্য করে চলাচল করছে। ‘বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড, মইজ্জ্যারটেক থেকে মনসারটেক, পটিয়া থেকে চন্দনাইশ-দোহাজারী হয়ে সাতকানিয়া পর্যন্ত সিএনজি অটোরিকশা ও থ্রি হুইলার জাতীয় যানবাহন প্রতিনিয়ত চলাচল করছে। এখন থেকে মহাসড়ক ও হাইওয়েতে অটোরিকশাসহ কোনো ধরনের থ্রি হুইলার যানবাহন চলতে পারবে না। এ নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। শুধু গাড়িতে গ্যাস নেওয়ার ক্ষেত্রে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে অটোরিকশা ও থ্রি হুইলারগুলো যাত্রীবিহীন অবস্থায় গ্যাস পাম্পে আসতে পারবে। এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। গত রবিবার আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোঃ আহসান হাবিব,ওসি বারআউলিয়া হাইওয়ে থানা ,মোঃ মাসুদ আলম, ইনর্চাজ,কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি,মোঃ সোহেল সরকার ইনর্চাজ,জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি, বিপুল পাল,টি আই,মিরশ্বরাই,মোঃমাহমুদ আলম,সার্জেন্ট,বারৈয়ারহাট,ট্রাফিক, চট্টগ্রাম, জাতীয় দৈনিক একুশের বাণী'র চট্টগ্রাম ব্যুরো প্রধান , চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব যুগ্ম সম্পাদক , সীতাকুন্ড অনলাইন প্রেসক্লাব সভাপতি বিডি ক্রাইম নিউজ প্রকাশক ও সম্পাদক , মোহাম্মদ নুরুল কবির দুলাল, সিআইডি ওয়ার্ল্ড টিভি’র, প্রকাশক, সাদ্দাম হোসেন, মোঃ রফিক আলম,সভাপতি, চট্টগ্রাম হিউম্যান মালিক সমিতি, মোঃখোরশিদ আলম,যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম হিউম্যান মালিক সমিতি, আরিফ উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক, হিউম্যান শ্রমিক সমিতি, মোঃআবু নাছের পিন্টু, প্রচার সম্পাদক, চট্টগ্রাম হিউম্যান শ্রমিক সংগঠন, দিদারুল আলম, সভাপতি, চট্টগ্রাম হিউম্যান শ্রমিক সংগঠন, মোঃ ইউসুফ,যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম হিউম্যান শ্রমিক সংগঠন,প্রমুখ।