সীতাকুণ্ডে উপকূলে জোয়ারের পানিতে ভেসে এল তিনটি মৃত ডলফিন

ডেস্ক  নিউজ  । ।

আবারও চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে তিনটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। বুধবার স্থানীয়রা উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা সাগর উপকূলে ডলফিনগুলো দেখতে পেয়ে বন বিভাগে খবর পাঠায় ।

এর আগে গত ২০ আগস্ট উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর উপকূলের সংরক্ষিত বন থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। পরে সেটিকে সেখানে মাটিচাপা দেওয়া হয়। এ নিয়ে এক মাসের ব্যবধানে সীতাকুণ্ডে চারটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এল।

এ বিষয়ে উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন বলেনতাঁরা বিষয়টি জেনেছেন সন্ধ্যায়। অন্ধকার নেমে আসায় মৃত ডলফিনগুলো উদ্ধার করতে পারেননি। বৃহস্পতিবার সকালে সেখানে লোক পাঠিয়ে ডলফিনগুলোকে মাটিচাপা দেওয়া হবে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেননদী ও জলজ প্রাণী রক্ষায় কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এর আগেও অনেকবার জোয়ারের সঙ্গে মৃত ডলফিন ভেসে এসেছে। এসব ডলফিন অন্য কোনো এলাকা থেকে বঙ্গোপসাগরের উপকূলে ভেসে আসছে।

মেজবাহ খালেদ / এন  ই / সি আই ডি;