ফৌজদারহাট কে এম হাই স্কুলের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
শেখ খালেদ সাইফুদ্দীন । ।
সীতাকুণ্ডের ফৌজদারহাট কে এম হাই স্কুলের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
প্রায় ৪কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রাম – ৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এম পি ।
আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মাঠে স্কুল পরিচালনা কমিটির সভাপতি কায়সার উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন , মোহাম্মদ সালাউদ্দীন আজীজ ।
সিনিয়র শিক্ষক মোঃ ইকবাল হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাঃ খালেদ উদ্দীন ইসা চৌধুরী, সাইফুল হুদা মোঃ জাহাংগীর, আলহাজ্ব মাহবুবুল আলম, আমজাদ হোসেন, মোঃ মুসতাকিম, সীতাকুণ্ড অনলাইন প্রেসক্লাব সাধারন সম্পাদক শেখ খালেদ মেজবাহ উদ্দীন ,এস এম গোলাম খালেক খালেদ , বিদ্যালয় প্রধানশিক্ষক আমিনুর ইসলাম প্রমুখ ।