নিউজ ডেস্ক। ।
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ফৌজদার হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধা পুর্ণবাসন সোসাইটির কেয়ারটেকার মোহাম্মদ হাবিব(৩৫)।
বৃহস্পতিবার রাত ৯ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বায়েজীদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জান বলেন ফৌজদার হাট এলাকার মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির কেয়ারটেকার মো. হাবিব গত বৃহস্পতিবার দুপুরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ পোস্টমর্টেম করা হচ্ছে বলে জানান মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোপসাইটির উপদেষ্টা হাসানুল আলম মিথুন।
উল্লেখ্য সীতাকুণ্ড ফৌজদার হাট - বায়েজীদ লিংক রোডে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির কেয়ারটেকার রিক্সা নিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি কার্ভাডভ্যান ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে (চমেক) হাসপাতালে ভর্তি করান, কার্ভাডভ্যানটি আটক করেছে পুলিশ।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;