সিআইডি ডেস্ক । ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন কেক কেটে উদযাপন করলেন সীমা গ্রুপের পরিচালক সীতাকুণ্ডের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জনদরদী পারভেজ উদ্দীন সান্টু ।
মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর ) বিকেলে সীমা স্টীল মিলস লিঃ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সীমা গ্রুপের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপাস্থিত ছিলেন ।
এই সময় তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন । তিনি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম্পন্ন কাজ করে যাচ্ছেন। এ কারণে আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
স্বাধীনতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে জানিয়ে পারভেজ উদ্দীন সান্টু বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশে কালো অধ্যায়ের সূচনা ঘটেছিল। তখন বিদেশে অবস্থান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা প্রাণে বেঁচে যান। কিন্তু নানা হুমকির কারণে দীর্ঘদিন তাদের প্রবাসে অবস্থান করতে হয়েছে। পরে দেশে ফিরে মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম শুরু করেন। একে একে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোট এবং ভাতের অধিকারের প্রতিষ্ঠা করেন। এভাবে অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি আজকের এই অবস্থানে এসেছেন।’
অনুষ্ঠানে উপস্থিত অথিতিরা বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের রোল মডেল হিসেবে পরিচিত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ এখন অর্থনৈতিক এবং ব্যাপক অবকাঠামো উন্নয়ন করছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ নানা উন্নয়ন কাজ চলছে। মানবসম্পদ উন্নয়নও করছেন শেখ হাসিনা। এতে আন্তর্জাতিক অঙ্গনে তিনি বহু পুরস্কার পেয়েছেন। দেশের জন্য অনেক সন্মান বয়ে আনছেন। আমরা নেত্রীর সুস্বাস্থ্য কামনা করি।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে ভালোবাসতেন, এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন।’
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে পারভেজ উদ্দীন সান্টু’র উদ্যোগে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ারুল আবচার, মুহাম্মদ তসলিম উদ্দিন,ওমর ফারুক, মুহাম্মদ দিদারুল আলম , মেজবাহ উদ্দীন খালেদ, শওকত মামুন, মুহাম্মদ শামীম, মুহাম্মদ ফরিদুল আলম চৌধুরী, জাকির হোসেন আজাদ, রাকিবুল হাসান, মিঠু, রানা, আবু তৈয়ব প্রমুখ ।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;