যুগ যুগ ধরে আখতারুজ্জামান চৌধুরী বাবুু মানুষের হ্রদয়ে বেচে থাকবে-সৈয়দ উমর ফারুক
-

সাদ্দাম হোসেনঃ
জীবিত বাবুর চেয়েও মৃত বাবু অনেক শক্তিশালী। যুগ যুগ ধরে আখতারুজ্জামান চৌধুরী বাবুু মানুষের হ্রদয়ে বেচে থাকবে। চট্টগ্রামে বাবুর  সাথে কারও  তুলনা হয় না। গোটা চট্টগ্রামবাসীর প্রিয় নেতা ছিলেন তিনি। বাবুুর এলাকার লোক পরিচয় দিয়ে আনোয়ারাবাসী গর্ববোধ করে থাকেন। ‘৯১সনে এমপি থাকা কালে তৎকালীন সরকার কুতুবদিয়া দায়িত্ব দিলেও তিনি  আনোয়ারা পেলে যাাননি। নিজ অর্থায়নে তিনি উপকূলীয় মানুুষের জন্য অকাতারে কাজ করেছিলেন। এই কারণে উপকূলীয় এলাকার মানুষের  কাছে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। বাবুর তুলনা বাবুই। দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা করতে গিয়ে দৈনিক চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক উপরোক্ত কথা গুলো বলেন।
লালদীঘি জামে মসজিদের পেশ ইমাম গতকাল বাদে জোহর এ দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন।
 এই সময় সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম.আলী হোসেন, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি সরোজ আহমদ, দৈনিক একুশে সংবাদ এর সহযোগী সম্পাদক এম এ সবুর, নিউজ টু ডে এর আবদুল মান্নান, নয়া বাংলার রুকুন উদ্দিন, অপরাধ বিচিত্রার  সাদ্দাম হোসেন, সাংবাদিক জসীম উদ্দিন,আরজি বাংলাটিভির ডিএইচ রাজু, সিআইডি ওয়ার্ল্ড টিভি'র এস এম মনিরুল উদ্দিন চৌধুরী ও আবদুল আজিজ, দৈনিক টাইম নিউজের ফৌজুল আজাদ চৌধুরী, একুশে সংবাদ এর রিয়াজ উদ্দি্‌ন, দৈনিক যায় যায় কালের মোহাম্মদ সেলিম,  ক্রাইমওয়াচ রিপোর্ট এর এম এম আর মামুন  দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।