আনোয়ারার ইসহাক এর বিরুদ্ধে পাওনা টাকা ও প্রাণনাশের হুমকি অভিযোগ
মোঃ ইসহাক
আনোয়ারা থানাধীন বটতলী বখতিয়ার পাড়াস্থ, মোঃ ইসহাক, পিতা-মৃত এজাহার মিয়া, সাং-ছিরাবটতলী, ডাক-মিন্নত আলী হাট,থানা - আনোয়ারা,জেলা - চট্টগ্রাম এর বিরুদ্ধে ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) পাওনা টাকা ও প্রাণনাশের হুমকি অভিযোগ হয়েছে এই প্রতারকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ নুর, পিতা-ছৈয়দ নুর, সাং-পশ্চিমচাল, ডাক-মিন্নত আলী হাট, থানা-আনোয়ারা, জেলা - চট্টগ্রাম এর তার মাতা - নুর নাহার বেগম ও তার নানা জামাল আহমদের কাছ থেকে, ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা স্ট্যাম্পের মাধ্যমে নেন ইসহাক।
এই টাকা খুঁজলে ইসহাক বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে নানান তালবাহানা করে কালক্ষেপন করতে থাকেন। কিন্তু টাকা ফেরত দিতে অস্বীকার করে উল্টো তাদেরকে হুমকি দিয়ে বলেন, তোমরা যা করতে পারো করো আমি তোমাদেরকে কোন টাকা দিতে পারবো না। এমনকি তাদেরকে হত্যা করার হুমকি দেয় ইসহাক। এই বিষয় মোহাম্মদ নুর স্থানীয় মেম্বারসহ আশ-পাশের গন্যমান্য ব্যক্তিদের জানাইলে গন্যমান্য ব্যক্তিগণ ইসহাক কে উক্ত টাকা ফেরত দেওয়ার কথা বলিলে ইসহাক গন্যমান্য ব্যক্তিদের কথা শুনে না। আনোয়ারা থানায় অভিযোগ তদন্তকারী এসআই সাইদুল হক সাঈদ বলেন, আনোয়ারা থানাধীন বটতলী বখতিয়ার পাড়াস্থ, মোঃইসহাক, পিতা-মৃত এজাহার মিয়া, সাং-ছিরাবটতলী, ডাক - মিন্নত আলী হাট, থানা-আনোয়ারা, জেলা -চট্টগ্রাম এর বিরুদ্ধে, ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার)পাওনা টাকা ও হুমকি অভিযোগ পেয়েছি । অভিযোগ নং-১৯০০/১৮। অভিযোগের আলোকে গতকাল, দুপুর ১ টায় আমি ও এসআই ফারুক বখতিয়ার পাড়াস্থ য়ায। বাদী ও বিবাদীকে আগামী ০৫/১০/১৮ইং তারিখ বিকাল ৩ ঘটিকার সময় থানায় হাজির হওয়ার জন্য বলেন। ধার্যকৃত তারিখ ও সময়ে বিবাদী হাজির না হলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।