নিউজ ডেস্কঃ
কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে টানা তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইউপি চেয়ারম্যান সমিতির সহ সভাপতি মো. সাইফুজ্জামান সেতু। দেশে তৃতীয় ধাপে ২৮নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জয়ী হয়ে তিনি টানা তৃতীয়বার চেয়ারম্যান হওয়ার রেকর্ড করেন।
টানা তৃতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চাপাইর ইউনিয়নের সকল জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
সাইফুজ্জামান সেতু বলেন, এই বিজয় আমার ইউনিয়নবাসীদের, কারণ তারা আমাকে ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান বানিয়েছে । তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন নতুন দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারেন।
এদিকে কালিয়াকৈরে নৌকার ভরাডুবি হওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গাজীপুরের কালিয়াকৈরে ভরাডুবি নৌকার। একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকার জয় একটিতে!
২৮ নভেম্বর রবিবার অনুষ্ঠিত কালিয়াকৈর পৌরসভায় জয়ী হয়েছে বিএনপির স্বতন্ত্র প্রার্থী এবং ৬ ইউনিয়নে জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা প্রার্থী। পরাজিত আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে তিনজন তৃতীয় হয়েছেন।
ফুলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. শাহ আলম সরকার ১৫ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. জাকিরুল ইসলাম পেয়েছেন ১০ হাজার৮১৬ ভোট। অন্য সব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।
মধ্যপাড়া ইউনিয়নে চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম। তিনির নয় হাজার ৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী মো. আতাউর রহমান পেয়েছেন চার হাজার ৪২ ভোট।
আটাবহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সাখাওয়াৎ হোসেন পাঁচ হাজার ৭২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী কেএম ইব্রাহিম খালেদ পেয়েছেন চার হাজার ৮৮৭ ভোট।
চাপাইর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুজ্জামান সেতু ১১ হাজার ১৯ ভোট পেয়ে বিজয়ী এবং তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী মো. আহসান হাবীব সাত হাজার ৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সূত্রাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোলায়মান মিন্টু ১১ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন তিন হাজার ৫৫৬ ভোট।
ঢালজোড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. ইছাম উদ্দিন ছয় হাজার ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকতারুজ্জামানও ছিলেন স্বতন্ত্র প্রার্থী। তিনি পেয়েছেন ছয় হাজার ৩৬৬ ভোট।
বোয়ালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আফজাল হোসেন খান ছয় হাজার ৩৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের মো. শাহাদত হোসেন পেয়েছেন ছয় হাজার ১৩৪ ভোট।