চট্টগ্রামে যাত্রা শুরু করেছে কোল্ড এন্ড সোউর জুস পার্ক
কোল্ড এন্ড সোউর জুস পার্ক এর ফিতা কেটে উদ্বোধন করছেন অতিথিরা

নিউজ ডেস্ক । ।

 

চট্টগ্রামের কর্ণেলহাট মুনছুরাবাদে জুস ও ফাস্টফুড আইটেমের সমাহার কোল্ড এন্ড সোউর নামের একটি জুসবারের উদ্বোধন হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সীতাকুন্ড অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবির শাহ্ দুলাল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সীতাকুন্ড অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ, সীতাকুন্ড অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন।
তরুন উদ্যোক্তা সীতাকুন্ড অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ও তার দুই বন্ধু এহতেশাম টিপু, আমিন টিপুকে নিয়ে চট্টগ্রামের কর্ণেলহাট মুনছুরাবাদে মিনি জুস বার, দই ফুসকা, চটপটি ও ফাস্টফুড আইটেমের ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন।
উক্ত অনুষ্ঠানে অতিথিরা সৎ ও ঈমানের সহিত ব্যবসায় পরিচালনা করার তাগিদ প্রদান করেন।