সীতাকুণ্ডে বাহরাইন প্রবাসী উপর অতর্কিত কুপিয়ে হত্যাচেষ্টা
-

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে জমি সংক্রান্ত বিরোধে খোকন চন্দ্র শীল নামে এক প্রবাসীকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মারাত্মক জখম প্রাপ্ত ওই প্রবাসী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে তিনটায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ডলু কবিরাজের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে বাকবিতন্ডা হয় খোকনের। এসময় খোকনকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পিটিয়ে জখম করে রক্তাক্ত আহত করে। এসময় খোকনের মা মীরা রাণি শীল তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা তারকেও মারধর করে। পরে পরিবারের স্বজনরা আহত অবস্থায় খোকনকে উদ্বার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে চমেকে রেফার করে।

এই বিষয় জানতে চাইলে খোকন বলেন, আমি বিদেশ থেকে এসেছি মাসখানেক আগে। জায়গা-জমি সংক্রান্ত বিরোধ থাকলেও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। কিন্তুু তারা হঠাৎ আমার উপর কথা প্রসঙ্গে হামলা চালায়। আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমি এ বিষয়ে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম এর কাছে জানতে চাইলে মিটিংয়ে আছেন জানিয়ে পরে এসব বিষয়ে কথা বলবেন বলে জানান।

সীতাকুণ্ড থানার ওসি তদন্ত সুমন বনিক ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, সন্ধ্যায় আমাদের টীম ঘটনা তদন্ত করেছেন। খোকন চন্দ্র শীল ও তার মা থানায় মামলা দায়ের করলে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে।