সাদ্দাম হোসেনঃ
আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সভা আজ সকাল ১১টায় স্থানীয় গোল্ডেন পার্কে অনুষ্ঠিত হয়।
সভায় সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। আবেদিত সদস্য সংখ্যা ১৮(আটার) জন সদস্য,সহযোগী সদস্য ও নির্বাচনের মাধ্যমে কমিটি ও খচড়া ভোটার তালিকা তৈরী সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। নবীন সাংবাদিকদের সদস্য পদ প্রদান ও আনোয়ারার অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের আনোয়ারা প্রেস ক্লাব সম্বর্ধিত করার সিদ্ধান্ত গৃহিত হয়।
এই সভায় সংগঠনের সভাপতি সরোজ আহমেদ সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন, দ্যা নিউজ টু ডের আনোয়ারা প্রতিনিধি আবদুল মান্নান, দৈনিক বায়েজিদের মোঃ শেখ আবদুল্লাহ, চট্টগ্রামের সময়ের এম ডি এইচ রাজু, একুশে সংবাদ পত্রিকার ব্যুরো চীফ ফৌজুল আজাদ চৌধুরী, অপরাধ বিচিত্রা প্রতিনিধি সাদ্দাম হোসেন, একুশে সংবাদের আলবিন মোঃ মইনুদ্দিন চৌধুরী, দি ক্রাইমের রাজীব শর্মা, দৈনিক নয়া বাংলার মোঃ জামাল উদ্দিন, ক্রাইম ওয়াচ রিপোর্টের এম এম আর মামুন ও মোঃ ফোরকান উদ্দীন।