সীতাকুণ্ডে বিনামূল্যে জমির নামজারি পেলেন ৮৩ বছরের বৃদ্ধ মোতালেব

সীতাকুণ্ড প্রতিনিধি। ।

৮৩ বছরের এক বৃদ্ধ আব্দুল মোতালেব অভাবের কারণে জমির নামজারি করতে পারছিলেন না । বিষয়টি সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে অবহিত করা হলে পরে তাকে বিনামূল্যে নামজারি করে দেন তিনি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের মুরাদপুর মৌজার ৮৩ বছরের বৃদ্ধ আব্দুল মোতালেবকে বিনামূল্যে (সরকারি ফি ছাড়া) নামজারি করে দেওয়া হয়।

জানা গেছে, গত ১ ডিসেম্বর খোলা আকাশের নিচে অফিস চলাকালে বৃদ্ধ আব্দুল মোতালেব সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার মো. আশরাফুল আলমের কাছে এসে জানান তিনি তার শেষ সম্বলটুকু অর্থের অভাবে নামজারি করতে পারছেন না। পরে সহকারী কমিশনার (ভূমি) নিজ বেতনের টাকা দিয়ে আব্দুল মোতালেবকে নামজারি করে দেবার জন্য সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহ আলমকে নির্দেশ দেন। মঙ্গলবার সকালে ৮৩ বছরের বছরের বৃদ্ধ খতিয়ান হাতে পান।

আব্দুল মোতালেব বলেন, নিজের বলতে এক খণ্ড জমি ছিল। টাকার অভাবে সেই জমিটুকু নামজারি করতে পারছিলাম না। পরে মানুষের কাছ থেকে সীতাকুণ্ড উপজেলার ভূমি স্যারের কথা শুনি। পরে স্যারকে আমার বিষয়টি জানাই। তিনি সঙ্গে সঙ্গে এক কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে আজ সকালে আমার জমির নামজারি হয়। মরার আগে এর চেয়ে খুশির খবর আমার কাছে কিছুই নেই।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার মো. আশরাফুল আলম বলেন, এক বৃদ্ধ বাবা আমার কাছে এসে কান্নাকাটি শুরু করেন। পরে আমি তাকে শান্ত করে পুরো বিষয়টি অবগত হই। আমি দায়িত্ব নিয়ে বৃদ্ধের জমির নামজারি করে দিয়েছি।

মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি;