কাইয়ুম চৌধুরী , সীতাকুণ্ড । ।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩১ মিনিট। বিশ্বের বুকে রচিত হলো নতুন ইতিহাস।
পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করল আরেকটি দেশ, যার নাম বাংলাদেশ। আর ২০২১ ইং সালের ১৬ ডিসেম্বর ছিল বিজয়ের ৫০ বছর।
বিজয়ের এ সুবর্ণজয়ন্তীকে স্মরন করে রাখতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন দেখি-স্বপ্ন দেখাই স্লোগানকে ধারন করে সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে গত ২ দিনব্যাপী শীতবস্ত্র বিতরন করা হয়েছে। রবি ও সোমবার এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রথম ধাপে সীতাকুণ্ড রেল ষ্টেশন এলাকায় পথশিশু, অসহায় নারীদের মাঝে বিতরন করা হয়। দ্বিতীয় ধাপে পৌর সদর এলাকায় বিতরন করা হয় দিন মজুর ও দরিদ্র রিক্সা চালকদের মাঝে।
রবিবার রাত ৮টা হতে ২ টা পর্যন্ত সীতাকুণ্ডের বড় দারোগারহাট হতে সিটি গেইট পর্যন্ত মহাসড়কের পাশে, রেল ষ্টেশনে, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করা মানসিক ভারসাম্যহীন পাগল বন্ধু ও পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
গতকাল ২১ ডিসেম্বর বিতরন করা হয় পাহাড়ে অবস্থিত ত্রিপুরা পল্লীতে ও একইদিন এতিম হাফেজদের মাঝে বিতরনের মধ্য দিয়ে সমাপ্তি হয় কার্যক্রম। দুই দিনে ২ শতাধিক প্রাপ্যদারের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।
শীতবস্ত্র বিতরনকালে উপস্হিত ছিলেন সংগঠনের অহবায়ক মোঃ ইমরান হোসাইন,যুগ্ম আহবায়ক মোঃজসিম উদ্দিন,মোঃমহিউদ্দিন সজীব,সমদ্য সচিব সঞ্জয় দাশ রাহুল,যুগ্ম সদস্য সচিব রাসেল মাহমুদ,সদস্য রাফি চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মেজবাহ খালেদ / এন. ই . / সি আই ডি ;