ভালোবাসায় বেড়ে উঠুক প্রতিটা শিশু —ডাঃ সেলিম আকতার চৌধুরী
ভালোবাসায় বেড়ে উঠুক প্রতিটা শিশু —ডাঃ সেলিম আকতার চৌধুরী

নিউজ ডেস্ক । ।

অদম্য বাংলাদেশ সংগঠনের উদ্যোগে অসচ্ছল পরিবারের শিশু শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী ও স্কুলমুখী করার লক্ষ্যে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে স্কুল ব্যাগ তুলে দেয়া হয়।

সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, চট্টগ্রামে করোনা প্রতিরোধে প্রথমসারির যোদ্ধা, জনাব ডাঃ সেলিম আকতার চৌধুরী।

প্রধান অতিথি ডাঃ সেলিম আকতার চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে সুপ্ত প্রতিভা। সবার মতই তাদেরও চিন্তা চেতনা বিকাশের জগৎ রয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতা, সহানুভূতি ও ভালবাসায় বদলে যাবে প্রতিটি শিশুর ভবিষ্যৎ।

প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন—বাস্তবিক ও সামগ্রিক অর্থেই আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে শিক্ষার প্রতিটি স্তরে বছরের শুরুতেই নতুন বই উপহার দিচ্ছেন। শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করেছেন। বিবেচনাপূর্বক বিনা বেতনে শিক্ষা লাভের সুযোগ করে দিয়েছেন। আপনারাও সে সহযোগিতা নেবেন। আমরা চাই প্রতিটি শিশুই ভালবাসায় বেড়ে উঠুক।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শামীম আজাদ রুবেল, মোহাম্মদ আবু ছালেহ শরীফুল ইসলাম শরীফ, নিজাম উদ্দীন রনি, কায়সার হামিদ প্রমুখ।

মেজবাহ খালেদ / সি আই ডি;