নিউজ ডেস্ক । ।
সীতাকুণ্ডের ছোট কুমিরা থেকে এক সঙ্গে নিখোঁজ হওয়া দুই বান্ধবীকে কুমিল্লার চান্দিনা থেকে উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
তামান্না আকতার (১৭) ও অর্পা মল্লিক (১৬) নামে দুই এসএসসি পরিক্ষার্থী পরিক্ষা দিতে গিয়ে নিখোঁজের ১মাস ৪ দিনের মাথায় আজ সোমবার দুপুরে র্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুই স্কুলছাত্রীকে উদ্ধারের বিস্তারিত তথ্য জানিয়ে শীঘ্রই মিডিয়ায় প্রেসরিলিজ পাঠানো হবে। তাদের চট্টগ্রামে আনার হচ্ছে।
এর আগে কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে গত ২৩ নভেম্বর রহস্যজনক নিখোঁজ হয় দুই বান্ধবী তামান্না আকতার (১৭) ও অর্পা মল্লিক (১৬)। দুইজনই স্থানীয় লতিফা সিদ্দিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও বান্ধবী। নিখোঁজ হওয়ার আগে একজনের লিখে যাওয়া চিঠি এবং টাকা পয়সা ও কাপড় চোপড় নিয়ে যায়। মেয়ের সন্ধান চেয়ে তামান্না আকতারের মা ছকিনা বেগম ও অর্পা মল্লিকের মা অঞ্জনা মল্লিক সীতাকুণ্ড থানায় পৃথক দুটি জিডি করেন। একইভাবে র্যাব কার্যালয়েও অভিযোগ দিয়েছেন তামান্নার মা ছকিনা বেগম।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;