সীতাকুণ্ড প্রতিনিধি । ।
সীতাকুণ্ড উপজেলায় ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের গত ১১ই নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে পুনর্গণনা চেয়ে সীতাকুণ্ডের জাতীয় পার্টি প্রাথী এ.জে.এম বেলাল উদ্দিন হাইকোর্ট রিট পিটিশন দায়ের করে । যা বিচারপতি এম. এনায়েতুর রহিম এবং বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চে বিচারাধীন এবং শুনানীর অপেক্ষায় আছে ।
উল্লেখ্য যে, সীতাকুণ্ডে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাড়বকুণ্ডে নৌকার প্রার্থী ছাদাকাত উল্লাহ ৯৭৭২ ভোটে পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাঙ্গল প্রতীকের বেলাল পেয়েছিলেন ৬৮৬৪ ভোট।
নির্বাচন নিয়ে জাতীয় পার্টি প্রাথী বেলাল বলেছিলেন, ভোট গণনার সময় তাদের এজেন্টদের ভোট গণনার কপিতে সাক্ষর নিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার পর দ্রুত ফল প্রকাশ করে। যে কারণে ফল প্রকাশে অনিয়ম/ দূর্নীতি হয়েছে। তাই ওইসব কেন্দ্রে পুনরায় ভোট গণনা করার দাবি করেন তিনি । কিন্তু তৎক্ষণাৎ এ দাবী অস্বীকার করেন নির্বাচন কর্মকর্তা । তাছাড়া নির্বাচনে নৌকার প্রার্থী ছাদাকাত উল্লাহ মিয়াজি এসব কথা ভুয়া বলে উড়িয়ে দেন । যার প্রেক্ষিতে কোর্টের আশ্রয় নেন বলে জানান, এ.জে.এম বেলাল উদ্দিন ।
তিনি বলেন , আমি বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল বাতিল বা পুনঃগণনা করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করেছি । আইন অনুযায়ী উল্লিখিত ইউনিয়নে একটি নতুন নির্বাচন অনুষ্ঠানের অথবা সমস্ত ভোট কেন্দ্রের ক্ষেত্রে কাস্টিং ভোট পুনঃগণনার জন্য আবেদন করেছি এবং সেটি হাইকোর্ট গুরুত্ব সহকারে নিয়েছেন ।
সীতাকুণ্ড অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান পটিয়ার নির্বাচনে দায়িত্বে থাকায় বক্তব্য নেয়া যায়নি তবে নির্বাচন অফিসের সহকারী কর্মকর্তা শামীম জানান এ বিষয়ে আমরা এখনো কোন চিঠি পাইনি । পেলে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে ।
মেজবাহ খালেদ / এন ই / সি আই ডি ;