সীতাকুণ্ড প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, আহত ১ 
সীতাকুণ্ড প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, আহত ১ 

সীতাকুণ্ড প্রতিনিধি। ।  

চট্টগ্রামের সীতাকুণ্ড সদরে প্রাইভেট কার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ১১টায় ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে সীতাকুণ্ডের সদরে এসি ল্যান্ড অফিস সংলগ্ন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় কারে থাকা রিমন বড়ুয়া বাপ্পা ও তার পরিবারের ৬ সদস্যকে জিম্মিকে করে ডাকাত দল স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ও মােবাইল ফোন ছিনিয়ে নেয়। ডাকাত দলের সদস্যরা এক পর্যায়ে রিমন বড়ুয়া বাপ্পার উপর হামলা করে তাকে আহত করে।

রিমন বড়ুয়া বলেন, কোনাে কিছু বুঝে উঠার আগেই ডাকাত দল গাড়ি থামিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে। ডাকাতির এক পর্যায়ে তারা আমার উপর আক্রমণ করে । তিনি এখন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন । এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মেজবাহ খালেদ/ এন ই / সি আই ডি;