জিপিএ-৫ পেয়ে র্শীষ স্থান অর্জন করেছে সীতাকুন্ডের নুরানী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার ৩ শিক্ষার্থী
জিপিএ-৫ পেয়ে র্শীষ স্থান অর্জন করেছে সীতাকুন্ডের নুরানী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার ৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক,সীতাকুন্ড। ।

নুরানী কেন্দ্রিয় সনদ পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা র্বোড হতে জিপিএ-৫ পেয়ে র্শীষস্থান অর্জন করেছে সীতাকুন্ডের নুরানী হাফিজীয়া মাদ্রাসার তিন শিক্ষার্থী।

মঙ্গলবার বাংলাদেশ তালিমুল কোরান বোর্ড কর্তৃক ঘোষিত ফলাফলে শীর্ষ স্থান অর্জন করে।

শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলেন, মো. আবদুল ওহ্হাব মাহী, মো. আসলাম উদ্দিন, ও মোছাম্মত শিরিনা আক্তার।

শিক্ষার্থীরা কৃতিত্ব লাভ করায় আনন্দের জোয়ার বয়ে মাদ্রাসা এলাকাজুড়ে। গত কয়েক বছর যাবৎ প্রতিষ্ঠানটি এলাকার সুনাম ছড়িয়ে দেয়ায় প্রতিষ্ঠানের সমৃদ্ধি কমনা করেন স্থানীয়রা।

মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর গ্রামের সাত গড়িয়া পাড়ার বাসিন্দরা বলেন,‘ নানা অভাবের মাঝে পরিচালিত প্রতিষ্ঠানটি লেখাপড়ার মান ধরে রাখায় সুনাম কুড়াচ্ছে দেশব্যাপী। শত কষ্টের মাঝে গরীব শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা দিয়ে যাচ্ছেন মাদ্রসা চালক। প্রতিষ্ঠানটি গড়ে উঠায় আলোকিত হয়ে উঠেছে এলাকা। সবার সহযোগীতা থাকলে আরো বড় পরিসরে প্রতিষ্ঠানটি পরিচালনা করা সম্ভব হতো বলে জানান তারা।

শত ঝঁড়ঝাপটার মাঝেও গত আট বছল ধরে শিক্ষার মান ঠিক রেখে প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন পরিচালক ক্বারী মো. আনোয়ার হোসাইন। তিনি বলেন,‘ গরীব অসহায় মানুষদের ঘরে শিক্ষার আলো জালাতে প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। অভাব অনটন ঘিরে খুড়িয়ে খুড়িয়ে চলছে প্রতিষ্ঠান। জীবনের সব সুখ মাটিতে বিলিয়ে দিয়ে প্রতিষ্ঠানে পড়ে আছি। ধন্যাঢ্য ব্যাক্তির পৃষ্টপোশকতা পেল স্থায়ীভাবে প্রতিষ্ঠানটি দাঁড় করানো যেত। শিক্ষার্থীদের অর্জন প্রতিষ্ঠান আরো এগিয়ে নিয়ে যাবে।

নাছির উদ্দিন শিবলু /মেজবাহ খালেদ/ সিআইডি ;