কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড। ।
শুভ কাজের মধ্য দিয়ে শুভ নববর্ষ পালন করল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন। দিনটিকে স্মরণীয় করে রাখতে সংঘঠনটি পথশিশুদের নিয়ে শীতকালিন পিঠা উৎসবের মধ্য দিয়ে ব্যতিক্রমী আয়োজন করেন। বছরের শুরুর প্রথম দিন সীতাকুণ্ড রেল ষ্টেশন সংলগ্ন এলাকায় আয়োজন করা হয় এই পিঠা উৎসবের।
সংগঠনের প্রতিষ্ঠাতা জানায়, প্রতিবারের মত এবারও সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের আয়োজন ছিল পথশিশুদের ঘিরে। বছরের প্রথম দিনকে স্মরণীয় করে রাখতে এদিন আয়োজন করা হয় পিঠা উৎসবের। ষ্টেশন সংলগ্ন রেলওয়ে কলোনীর সামনেই আয়োজিত পিঠা উৎসবের স্থানে পিঠা বানিয়ে প্রায় শতাধিক পথশিশু, অসহায় নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয় চিতই পিঠা ও ভাপা পিঠা। পরে কেক কেটে, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ২০২২ ইং সালকে স্বাগত জানানো হয়। এসময় সংগঠনের একাধিক মানবিক সদস্যরা উপস্থিত ছিলেন।
সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের যুগ্ন আহ্বায়ক মোঃ জসিম উদ্দীন বলেন, আমাদের সংগঠন একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। আমরা পথশিশু, অসহায় নারী-পুরুষদের নিয়ে বিভিন্ন সময় কাজ করেছি। এর আগেও আমরা এদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এক সপ্তাহের মাথায় আজ আবার তাদের সাথে পিঠা উৎসবে শরীক হলাম। সকল আন্তরিকতায় কাজগুলো করা সম্ভব হচ্ছে। পিঠা উৎসব সফল করার জন্য সজিব, পারভেজ ও সঞ্জয়কে ধন্যবাদ জানাচ্ছি।
মেজবাহ খালেদ / সিআইডি;