ট্রেনে কাটা পড়ে সীতাকুন্ডে পথচারীর মৃত্যু
ট্রেনে কাটা পড়ে সীতাকুন্ডে মৃত্যু পথচারীর

ডেস্ক নিউজ । ।

সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার ভাটিয়ারী বিএম রেলওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পথচারীর নাম মো. মোস্তাফিজুর রহমান (৫০)। তিনি মিরসরাই থানার উত্তর কাটা চড়া এলাকার মো. শামসুল আলমের পুত্র।

জানা যায়,ভাটিয়ারি বিএম রেলওয়ে এলাকায় রেললাইন পার হতে গিয়ে তিনি ট্রেনে কাটা পড়েন। এতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা ফৌজদারহাট জিআরপি পুলিশকে জানান। এরপর জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

ফৌজদারহাট জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বলেন, আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। লোকটির সাথে থাকা আইডি কার্ড থেকে পরিচয় নিশ্চিত করেছি। তবে কি কারণে তিনি এখানে আসেন, তা বলতে পারছি না।

মেজবাহ খালেদ/ এন ই / সিআইডি ;