সীতাকুণ্ডে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন
সীতাকুণ্ডে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন

ডেস্ক নিউজ । ।

'মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা' প্রতিপাদ্যকে সামনে রেখে সীতাকুণ্ডে জাতীয় সমাজসেবা দিবস ২০২২ উদযাপন করা হয়।

রবিবার (২ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত জাতীয় সমাজসেবা অধিদপ্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন এর  সভাপতিত্বে প্রতিভা’র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করেন, সীতাকুণ্ড উপজেলা সমাজ সেবা অফিসার লুৎফুন নেছা বেগম।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরি, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জয়নব বিবি, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, যুব উন্নয়ন অফিসার মো: শাহ আলম, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার নেওয়াজ মাহমুদ, একটি বাড়ি একটি খামার’র অফিসার ফেরদৌসি আক্তার ও তথ্য সেবা অফিসার তাহমিনা আক্তার।  

মেজবাহ খালেদ/ এন ই / সিআইডি ;